খুলনায় হোমিওপ্যাথিক ডাক্তারদের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
# ডা. দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ #
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ সদ্য বিলুপ্ত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হোমিও প্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় খুলনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১৩ জুন, বৃহস্পতিবার দুপুরে নগরীর খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মুখে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, খুলনা হোমিওপ্যাথি ঔষধ ব্যবসায়ী ও চিকিৎসক সমিতি এব ংবাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ, খুলনা মহানগর শাখ াপ্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এন এম শামীমুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের উপাধ্যাক্ষ ডা. মোঃ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মোঃ ইসরাফিল মুন্সি, ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. মানিকলাল চন্দ, সাধারণ সম্পাদক ডা. ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক ডা. নিরঞ্জন অধিকারী, কোষাধাক্ষ্য ডা. মোঃ দেলোয়ার হোসেন, হোমিওপ্যাথি ঔষধ ব্যবসায়ী ডা. খায়রুল হোসেন, বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ (বাহোগপ) এর কেন্দ্রীয় সভাপতি ডা. অপূর্ব কুমার দাস, খুলনা মহানগর শাখার সভাপতি ডা. মনোজ কুমারম জুমদার, সাধারণ সম্পাদক ডা. অমিত কুমার বসু, খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র ঐক্য পরিষদের সাবেক সভাপতি ডা. মোঃ জাহাঙ্গীর আলম রায়হান প্রমূখ। এসময় বক্তারা বলেন, ডা. দিলীপ কুমার রায় একজন সৎ ও আদর্শবান মানুষ। তার অবৈধ বা অদৃশ্যমান কোনো সম্পদ নেই। সারাজীবন তিনি সৎ উপায়ে এবং বৈধ পন্থায় যে অর্থ-সম্পদ অর্জন করেছেন তাসমাজ ও আর্তমানবতার সেবায় ব্যয় করছেন।একটি কুচক্রি মহলের ইন্ধনে কিছু ুচিহ্নিত ব্যক্তিবর্গ বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
একটি অসাধু গোষ্ঠীসম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে ডা. দিলীপ কুমার রায়ের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা ডা. দিলীপ রায়কে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে সাংগঠনিক ফায়দা হাসিল করতে চায়। কিন্তু তাদের এ চক্রান্ত কোনোদিনই সফল হবেনা। এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সব সময় ডা. দিলীপ রায়ের পাশে আছি। এ বিষয়ে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারী বক্তারা।