স্থানীয় সংবাদ

নড়াইলে জমি বিরোধের জের ধরে কিশোর খুনের অভিযোগ

নড়াইল প্রতিনিধি ,
নড়াইলে শিবাজিত বিশ^াস (১৫) নামে এক কিশোর খুনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুন) সদরের মুলিয়া ইউনিয়নের বনগ্রামে কবির খানের মাছের ঘেরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিবাজিত ওই গ্রামের সিপন বিশ^াসের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিবজিত বাড়ি থেকে বের হয়। পরে দুপুর ১২টার দিকে স্থানীয়রা একটি ঘেরের পাশে তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
জানা গেছে, নিহতের বাবা সিপন বিশ^াস ও সুশিল বিশ^াস আপন ভাইরা। তারা বনগ্রামে পাশাপাশি বসবাস করেন। ভাইরার সাথে সম্পর্কের অবনতি হওয়ায় প্রায় দু’বছর আগে সুশিল বিশ^াস সাড়ে ৭ শতাংশ জমি কবির খানের কাছে বিক্রি করলেও কবির খান আর এস রেকর্ডে (হাল রেকর্ড) কৌশলে সাড়ে ৮ শতাংশ জমি রেকর্ড করে নেয়। সিপন দাস এর প্রতিকার চেয়ে আদালতে ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে ( এল.এস.টি) মামলা করলে কবির খানের লোকজন মামলা তুলে নেবার জন্যৗ বিভিন্ন সময় শিবাজিতের দাদু পাখি বিশ^াসসহ পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছিল।
নিহতের বাবা সুশান্ত বিশ^াস বলেন, খান কবির দীর্ঘ দিন ধরে আমার জমি দখল করার চেষ্টা করছে। কবিরের লোকজন বিভিন্ন সময় মামলা তুলে নিতে আমাদের হুমকি দিয়েছে এবং আমার বাবাকেও মারতে গিয়েছে। কবিরের লোকজন আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে সংখ্যালঘু অধ্যুষিত মুলিয়া ইউপি চেয়ারম্যান রবিন বিশ^াস বলেন, সুশান্ত বিশ^াস ও সুশিল বিশ^াসের বিরোধপূর্ণ এই জায়গা নিয়ে কয়েকবার শালিস বিচারও করেছি। কিন্তু খান কবির মানেনি। এ নিয়ে এখন আদালতে মামলাও চলছে। লাশের ডান পাশের বুক ও চোখে আঘাতের চিহৃ মনে হয়েছে।
চেয়ারম্যান অভিযোগে বলেন, কবির খান মাঠের ফসলি জমি ক্রয় করলে তার পাশ দিয়ে এমনভাবে ভেকু মেশিন দিয়ে ঘের কাটে, যাতে পাশ^বর্তী মালিকের জমি ভেঙ্গে যায় এবং সে ক্ষতিগ্রস্থ হয়। তখন অত্যাচার থেকে বাঁচতে অনেকেই তার কাছে জমি বিক্রি করে দেয়। আবার যদি পরিবারের কোনো ভাই ভারতে থাকে তাহলে কৌশলে তাকে বাংলাদেশে এনে তার ভাগের জমি লিখে নেয়। এভাবে কবির খান মুলিয়া ইউনিয়নে প্রায় ২শ একর জমির মালিক হয়েছে। এসব কারণে গত দুই বছর আগে নড়াইল শহরের কবির খানের বিরুদ্ধে এলাকাবাসী একটি মানববন্ধনও করে।
এ বিষয়ে জানার জন্য কবির খানকে ফোন দিলে তিনি সব মিথ্যা বলে ফোনটি কেটে দেন।
নড়াইল সদর হাসপাতালের আরএমও ডা. সুজল বকশী বলেন, লাশের এখনও ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button