জমে উঠেছে ফুলবাড়ীগেট তেলিগাতী বাইপাসের কোরবানীর পশুর হাট
ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছোট-বড়, মাঝারী সকল প্রকার পশু মিলছে এই হাটে
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ তেলিগাতী বাইপাসের বিএম কলেজ সংলগ্নে বালুর মাঠে সপ্তাহব্যাপি কোরবানীর পশুর জমে উঠেছে। শেষ মুহুর্তে ক্রেতা-বিক্রেতারা তাদের কোরবানীর পশু ক্রয় বিক্রয়ের জন্য দরকশাকশির মাধ্যমে কোরবানীর পছন্দের পশুটিকে নিয়ে ঘরে ফিরছে। হাটে পর্যাপ্ত পরিমান পশু উঠায় ক্রেতাদের চাহিদা মতো ব্যাপারীরা তাদের পশু বিক্রয় করতে পেরে উভয়ই খুশি। আজ ১৬ জুন রবিবার এবং আগামীকাল ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আযহার দিন সকাল পর্যন্ত চলবে এই কোরবানীর পশুর হাট। কোরবানীর পশুর হাটে ছোট, বড় মাঝারী সকল প্রকার পশু উঠায় ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। শুরুতে কোরবানীর পশু কিছুটা কম উঠলেও পরবর্তিতে হাটের নির্ধারিত স্থান ছাপিয়ে গেছে। হাট পরিচালনা কমিটি জানিয়েছেন, হাটে আগত ব্যাপারীদের প্রতি বছরের ন্যায় পর্যান্ত নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা দেওয়ায় বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা তাদের পশু নিয়ে এই হাটে এসেছে। তাছাড়া অন্য হাটের তুলনায় এখানে হাটের হাসিল কম থাকায় এবং ছোট,বড় মাঝারী সকল প্রকার কোরবানীর পশু এই হাটে উঠায় ক্রেতা-বিক্রেতারা এই হাটে আসছে। আগামীকাল ১৭ জুন পবিত্র ঈদুল আযহার দিন পর্যন্ত এ কোরবানীর পশুর হাট চলবে।