খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার : খুলনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ৪জন গুরুতর আহত হয়েছে। সোমবার ঈদের দিন রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাফেজ নূর ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম (৩৫)। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামে। এছাড়া গুরুতর আহতরা হলেন, রুদ্র, শরিফুল ইসলাম, মারুফ ও কুদ্দুস।
পুলিশ জানায়, গত সোমবার ঈদের দিন রাত ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চাকুন্দিয়া নামক স্থানে চুকনগরগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৬ জন গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থা উদ্ধার করে তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ নূর ইসলাম ও জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, আহতরা বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।