স্থানীয় সংবাদ

খুলনার সেই ‘সার্জিক্যাল ক্লিনিক’কে অর্ধ লাখ টাকা জরিমানা, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

প্রবাহে প্রতিবেদন প্রকাশে টনক নড়ে প্রশাসনের

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যসেবার নামে অমানবিক চিকিৎসা বাণিজ্যসহ নানা অভিযোগে খুলনার দিঘলিয়া উপজেলার পথেরবাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকের সঙ্গে অবৈধভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারটিও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরের দিকে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে ৪ জুন ‘সব কাজের কাজি নূর মোহাম্মদ, চিকিৎসকের নাম ও স্বাক্ষর জাল করে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট তৈরি, তদন্তে সত্যতা মিললেও ব্যবস্থা নেই’ শিরোনামে পথেরবাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।
বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস বলেন, শুধুমাত্র ক্লিনিকের অনুমোদন নিয়ে পথের বাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালিত হচ্ছিল। কিন্তু সেখানে অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলছিল। এছাড়াও রোগীদের সঠিক সেবা প্রদান না করা এবং ডাক্তারদের নামের সাইনবোর্ড থাকলেও কর্মরত না থাকাসহ বিভিন্ন অভিযোগে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা এবং ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রশাসনের উদাসীনতা বা পরস্পর যোগসাজসে নিজস্ব চিকিৎসক না থাকলেও একাধিক চিকিৎসকের নাম ব্যবহার করে বোর্ড ঝুলিয়ে রাখা হয় পথেরবাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
অভিযোগ ছিল, রোগীদের সিজারিয়ানসহ নানা ধরনের অপারেশন করা হচ্ছে ক্লিনিকে ভাড়া (অন-কল) করা চিকিৎসক দিয়ে। চিকিৎসকদের দিয়ে শুধু অস্ত্রোপচার করিয়ে নিয়ে বাকি কাজ করেন ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা। অথচ: ক্লিনিকের সামনে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ব্যবহার করে সাইন বোর্ড ঝুলিয়ে রাখা হয়। যার বেশিরভাগ চিকিৎসক ক্লিনিকে আসেন না। এমনকি, চিকিৎসকের জাল স্বাক্ষর ও সিল ব্যবহার করে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট প্রদান করেন সেখানকার ব্যবস্থাপনা পরিচালক কাম ম্যানেজার এস কে নূর মোহাম্মদ। তিনি নিজে চিকিৎসক সেজে চিকিৎসা দেন বলেও অভিযোগ ছিল। এভাবেই সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে চলে আসছে পথেরবাজার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টার। অনুমোদন না নিয়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করলেও সেই তথ্য ছিল না খোদ খুলনার সিভিল সার্জন অফিসে। তবে এর আগে উল্লিখিত নানা অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেলেও শুধু ‘সতর্ক’ করে কোনো পদক্ষেপ না নিয়ে অকারণে সময়-ক্ষেপণ করা হয়। পরবর্তীতে এ সংক্রান্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পরই অভিযান চালায় স্থানীয় প্রশাসন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button