স্থানীয় সংবাদ
চুকনগরে সন্তানকে বাচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতার মৃত্যু
স্টাফ রিপোর্টার ঃ চুকনগরে সন্তানকে বাচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতার মৃত্যু হয়েছে। নিহত পিতা ৫নং আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া গ্রামের মোঃ সিরাজ মালির পুত্র মোঃ আবুল কালাম (৩০)। জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাস ভবনে মোটর ভ্যানে চার্জে বসিয়ে মোটরভ্যানে কাজ করছিলেন ছেলে আলিফ হোসেন। এমন সময় তার পিতা আবুল কালাম দেখতে পান তাকে বিদ্যুৎ এ ধরেছে। সন্তানকে বাঁচাতে গিয়ে নিজে বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় ছেলে মোঃ আলিফ হোসেন (৭) মারাত্মক ভাবে আহত হয়েছে। তাঁর একটি দাঁত ভেঙ্গে গেছে।