দৌলতপুরে নির্মাণ হতে যাচ্ছে শেখ রাসেল সিভিক সেন্টার
স্থান পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
স্টাফ রিপোর্টার দৌলতপুরস্থ কবির বটতলা সংলগ্নে নির্মাণ হতে যাচ্ছে আধুনিক স্থাপত্য শৈলী সমৃদ্ধ বহুতল বিশিষ্ট শেখ রাসেল সিভিক সেন্টার। প্রস্তাবিত জিওবির অর্থায়নে ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে এই প্রকল্পটি নির্মিত হতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ কাল ধরা হয়েছে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের আওতায় ১৭৩ টি গাড়ী পার্কিং সুবিধা, ১টি কনভেনশন হল,১ টি অডিটোরিয়াম /সিনেপ্লেক্স, ৩টি মাল্টিপারপাস হল,১ টি কনফারেন্স হল, ১টি সেমিনার হল, ২ টি জিমনেসিয়াম, ১ টি মিউজিয়াম, ২ টি রেস্টুরেন্টে, বানিজ্যিক হোটেল,শেখ রাসেল জোন,শেখ রাসেল কিডস প্লেয়িং স্পেস, গ্রীন স্পেস সহ নানান সুবিধা। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে, খুলনা শহরের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ের সুযোগ সৃষ্টি হবে, জনসাধারণের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ের প্রসার ঘটবে, জনসাধারণের চিত্ত বিনোদনের জন্য পাবলিক স্পেস বৃদ্ধি পাবে, জনসাধারণের জন্য উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত হবে। শনিবার (৬ জুলাই) দুপুরে প্রস্তাবিত শেখ রাসেল সিভিক সেন্টারের স্হান পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি ও সচিব মোঃ নবীরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেসিসি মেয়র ও নগর আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, খুলনা ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন, কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, সচিব মো. বদিউজ্জামান, সদস্য শবনম সাবা, জামাল উদ্দিন বাচ্চু, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, পরিচালক (স্ট্রেট) জাকিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জিহাদ, সিনিয়র বৈষায়িক কর্মকর্তা এম এ কে সাদসহ উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন, খুলনা নগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারেফ হোসেন, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, দৌলতপুর থানা আ’লীগের সা: সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, আকাঙ্ক্ষা গ্রুপের এমডি শেখ মাহবুব রহমান, থানা আ’লীগ নেতা ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, শাহিন জামাল পন, কাউন্সিলর গোলাম রব্বানীর টিপু , শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, সাবেক কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট , ৫ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, সা: সম্পাদক মোঃ অহিদুজ্জামান, জাফর ইকবাল মিলন, আ’লীগ নেতা এস এম আব্দুল হক, এস এম নুরুল হক, শেখ কাওছার আলী, তৌহিদুল ইসলাম ঝন্টু, যুবলীগ নেতা বাচ্চু মোড়ল, বিনু ইসলাম, জেসমিন সুলতানা, সিরাজুল ইসলাম অপুসহ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আ’লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।