শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ দুইজনের মৃত্যু
যশোর ব্যুরোঃ যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই সকাল ৭ টার দিকে শার্শার সদর ইউনিয়নের চটকাপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাবিব শার্শা ইউনিয়নের চটকাপোতা এলাকার জিহাদ আলীর ছোট ছেলে।সে গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সকালে লাউতাড়া মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তার স্ত্রী সুমি আক্তার দেখে পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির”জ্জামান বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। এদিকে মঙ্গলবার সকালে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গেছে মনিরামপুরের চালকি ডাঙ্গার রফিকুল ইসলাম মনু (২৪)। সকালে কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের একটা ঘেরের বিদ্যুৎ লাইন এর সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের সংস্পর্শে তার মৃত্যু হয়। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।