নগরীতে গাঁজা ও ইয়াবাসহ ১৭ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর পশ্চিম টুটপাড়ার মৃত: আতিয়ার শেখের ছেলে আল আমিন শেখ (৪৪), খালিশপুর মানসী বিল্ডিং মোড়ের বাসিন্দা আব্দুর রহমান শেখের ছেলে সাদেকুর রহমান রতন (৩৬), নয়াবাটি রেল ক্রস রোডের মৃত: শাহাদাত মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৯), বিআইডিসি রোডস্থ লাল গেটের ছলেমান খানের ছেলে মোঃ জহিরুল ইসলাম (২৫), দৌলতপুর জুট মিলের গেটের সামনের রোস্তম আলীর ছেলে মোঃ আকবর আলী(২৬), প্লাটিনাম ২ নং গেটের মৃত: বারেক হাওলাদারের ছেলে মোঃ সজল হাওলাদার (২৬), রোড নং-২১১ বঙ্গবাসী স্কুল রোডের বাসিন্দা মৃত: আঃ হানিফ মোল্লার ছেলে মোঃ আঃ হান্নান মোল্লা (৪৫), নয়াবাটি মোড়ের মৃত: নুর মোহম্মদ শিকদারের ছেলে মোঃ সেলিম শিকদার (৪৪), খালিশপুর বন্ধগেটের সামনের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে মোঃ শাহাজান ইসলাম ওরফে নয়ন (৪১), বন্ধগেটের সামনের লুৎফর রহমানের মেয়ে রীনা সুলতানা (৩৭), দৌলতপুর আঞ্জুমান রোডের বাসিন্দা কামাল শেখের ছেলে মোঃ আলম শেখ (৪২), মহেশ্বরপাশার মৃত: মুজিবর শেখের ছেলে মোঃ আলামিন শেখ(২৬), যোগীপোল মধু ফ্যাক্টরীর মোড়ের মোঃ রিপন মৃধার স্ত্রী রুবি বেগম (৩৫), গিলাতলা খাঁ পাড়ার মৃত: আব্দুর রহমান খানের ছেলে খান আজগর আলী (৩৮), দেয়ানা উত্তর পাড়ার বাসিন্দা মৃত: রশিদ হাওলাদারের ছেলে মোঃ আব্দুস সালাম হাওলাদার (৪৯), পশ্চিম সেনপাড়ার মৃত: ইউসুফ সরদারের ছেলে আব্দুর রহমান (৪৫), দৌলতপুর ১৬৩/৩ আয়ুব আলী রোড তিন দোকান মোড়ের মৃত: রেজাউল ইসলামের ছেলে মোঃ বাদশা (৪৩)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০১ কেজি ১১০ গ্রাম গাঁজা এবং ২০৬ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৩ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।