স্থানীয় সংবাদ

নিরাপত্তা জোরদার : ছুটি বাতিল বন্ধ দেখা-সাক্ষাৎ

খুলনা জেলা কারাগার

স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার পর খুলনা জেলা কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে কারাগার ও এর আশপাশের এলাকায়। বাতিল করা হয়েছে কারারক্ষিসহ কর্মরতদের ছুটি। বন্ধ রাখা হয়েছে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ। জেলা কারাগারের সুপার মোঃ রফিকুল কাদের শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগার এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান ফটকসহ সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। কারাগার এলাকায় চলাচলে বিশেষ নজরদারিও বাড়ানো হয়েছে। কারাগার সূত্র জানায়, খুলনা কারাগারে বন্দির ধারণ ক্ষমতা ৬৭৬ জন। বর্তমানে এ কারাগারে এক হাজার ৪২১ বন্দি রয়েছেন। এর মধ্যে হত্যাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত কয়েদি এবং নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত সাধারণ বন্দিরাও রয়েছেন। কারা সুপার মোঃ রফিকুল কাদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কারাগারে কর্মরতকারারক্ষীসহ সকল স্টাফের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে কারাবন্দিদের সঙ্গে স্বজনদের মোবাইলে কথপোকথন এবং সাক্ষাৎও বন্ধ রাখা হয়েছে। জেল সুপার বলেন, কারারক্ষীদের অস্ত্রগুলো আপডেট করা হয়েছে। বন্দিদের ওপর সার্বক্ষণিক বিশেষ নজর রাখা হচ্ছে। কারাগারের অভ্যন্তরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবাই নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কারাগারের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনার আশংকা নেই বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button