স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় ৫ জন অসুস্থ : নারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে সানজিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গৃহকর্তা আনিছুর রহমান ও তার মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গত রোববার দুপুরে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা গ্রামে সানজিদা বেগমের মৃত্যু হয়। এর আগে শনিবার বাড়িতে রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন সবাই। মৃত্যুবরণকারী সানজিদা বেগম আনিছুর রহমানের শাশুড়ি। আনিছুর রহমানের স্ত্রী জেসমিন নাহার জানান, শনিবার দুপুরে বাড়িতে শাক ও লাউ রান্না করা হয়েছিল। এ খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। সবারই পাতলা পায়খানা ও বমি হতে থাকে। একপর্যায়ে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে স্যালাইন ও ওষুধ খাওয়া হয়। এরইমধ্যে গত রোববার দুপুরে বাড়িতেই মা সানজিদা বেগম মারা যান। এ ছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামী আনিছুর ও মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সাতক্ষীরা সদর থানার এসআই সুজন বলেন, বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button