দৌলতপুরে কবর হতে লাশ উত্তোলন হচ্ছে আজ
আলোচিত হুমায়ূন হত্যাকা-
স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর ৪নং ওয়ার্ডস্থ দেয়ানা উত্তরপাড়া এলাকার আলোচিত ব্যবসায়ী হুমায়ুন কবিরের মৃত্যুর প্রকৃত রহস্য উৎঘটনে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ^র মন্ডল’র উপস্থিতিতে পারিবারিক কবরস্থান হতে লাশ তোলা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. বদিউর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ জুলাই নারী ও শিশু আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তী মূলক জবানবন্দী প্রদান করে মৃত হুমায়ুনের ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির। দীর্ঘ সময়ের স্বীকারোক্তীতে তিনি পানির ও খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে, অতঃপর বালিশ চাপা দিয়ে বাবাকে হত্যার দায় আদালতে স্বীকার করেন। আসামীর ভাষ্যমতে, হত্যার শিকার হুমায়ুন কবিরের ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের জন্য গত, ২৪ জুলাই (বুধবার) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দেন। আদেশের কপি জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো পর রবিবার (২৮ জুলাই) অত্র দপ্তর হতে লাশ উত্তোলনের আদেশ দেওয়া হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দেয়ানাস্থ পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বদিউর রহমান জানান, ব্যবসায়ী হুমায়ুন কবিরের ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের জন্য গত ২৪ জুলাই (বুধবার) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আদেশ দেন। রবিবার (২৮ জুলাই) অত্র দপ্তর হতে লাশ উত্তোলনের আদেশ দেওয়া হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দেয়ানাস্থ পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হবে।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানান, ব্যবসায়ী হুমায়ূন কবিরের মৃত্যুর রহস্য উম্মেচনের জন্য আলাদলের আদেশে আজ মঙ্গলবার জলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হবে। উলেখ্য, আসামীর ভাষ্যমতে গত, ৪ জুলাই দৌলতপুরস্থ দেয়ানা উত্তরপাড়া এলাকায় ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির পানির ও খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে ও বালিশ চাপা দিয়ে পিতা হুমায়ুনের মৃত্যু নিশ্চিত করে। বহু নাটকীয়তার পর হুমায়ুনের মৃত্যুর ১২ দিন পর তার স্ত্রী ফারজানা আফরিন (৪১) বাদি হয়ে স্বামীকে হত্যার দায়ে ছোট মেয়ে সুমাইয়া বিনতে কবির ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।