খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার’র বিদায় সংবর্ধনা

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এসআই পীযুষ দাশের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়। এসআই পীযুষ দাশ খানজাহান আলী থানায় কর্মরত অবস্থায় সেকেন্ড অফিসার হিসেবে ২ বছল কর্মরত ছিলেন। তিনি কর্মময় জীবনে এলাকাবাসীদের সঙ্গে সুসম্পর্ক ও থানার সকল অফিসারদের সঙ্গে আন্তরিকতা ভাবে তার কর্মময় জীবন নিষ্ঠার সাথে পালন করেন। তার কর্মময় জীবনের কিছু কাজের দক্ষতার কথা বলেন বিদায় অনুষ্ঠানের সভাপতি খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন । বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার এস আই সুমঙ্গল দাশ, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সহ সভাপতি এম এ শফি, সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, দৈনিক মানবজমিনের ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দীন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংকৃতিক বিষয়ক সম্পাদক মিহির রজ্ঞন বিশ^াস থানার অফিসার বিভিন্ন পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।