স্থানীয় সংবাদ

খুলনা জেলা আওয়ামী লীগের মাসব্যাপি কর্মসূচি

শোকাবহ আগষ্টে

খবর বিজ্ঞপ্তি ঃ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের পনের আগস্ট বিশ্বের ইতিহাসের নির্মমতার এক কালো অধ্যায়। ঘাতকেরা শুধু এদিন জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাই করেনি, হত্যা করেছিল বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের চেতনা, অগ্রযাত্রা, সমৃদ্ধি ও সুন্দর আগামীর স্বপ্নকে। আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যথাযথ মর্যাদার সাথে পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা। মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও বিপ্লবী সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারী। একইসাথে জেলা আওয়ামী লীগের সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে আগস্ট মাসের পালনীয় দিবসসমূহ উপলক্ষ্যে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে নি¤েœাক্ত কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে:-
(১) ক) ১৫ই আগস্ট সূর্য উদয় ক্ষণে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।
খ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
গ) বাদ জোহর সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন ও অসহায় দুস্থ এতিমসহ সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ।
ঘ) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, আসরবাদ, জেলার দলীয় কার্যালয়।
(২) ০৪ আগস্ট, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাঃ আব্দুর রাজ্জাক-এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আসরবাদ জেলার দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল।
(৩) ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযাদ্ধো শহীদ শেখ কামাল-এর জন্মদিন উপলক্ষ্যে আসরবাদ, জেলার দলীয় কার্যালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা।
(৪) ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মদিন উপলক্ষ্যে আসরবাদ জেলার দলীয় কার্যালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা।
(৫) ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালন উপলক্ষ্যে স্বরণ সভা ও দোয়া মাহফিল, আসরবাদ, জেলার দলীয় কার্যালয়।
(৬) ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষ্যে আসরবাদ, জেলার দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
(৭) ২৩ আগস্ট, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবর এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আসরবাদ জেলার দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল।
(৮) ২৪ আগস্ট, মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আসরবাদ দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল।
(৯) ২৫ আগস্ট, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সততার প্রতিক জননেতা এ্যাড. মঞ্জুরুল ইমামের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় শামছুর রহমান রোডে অকুস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বয়রায় কবর জিয়ারত ও আসরবাদ দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল।
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী সকলকে যথাযথভাবে কর্মসূচিসমূহ বাস্তবায়ন করার আহবান জানিয়েছে। শোকাবহ আগষ্টে খুলনা জেলা যুবলীগের মাসব্যাপি কর্মসূচি :
১। ৪ আগষ্ট ২০২৪ বেলা-১২টায় খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান।
২। ৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
৩। ৮ আগষ্ট বঙ্গবন্ধুর সহ ধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
৪। ৭ আগষ্ট সকল উপজেলা ও পৌরসভায় যুব সমাবেশ/ মানব বন্ধন ও অবস্থান কর্মসূচি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান।
৫। ১৫ আগস্ট সূর্য উদয় ক্ষণে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।
. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
. বাদ জোহর সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন ও অসহায় দুস্থ এতিমসহ সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ।
. জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, আসরবাদ, জেলার দলীয় কার্যালয়।
৬. ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মদিন উপলক্ষ্যে মাগরিববাদ, জেলার দলীয় কার্যালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা।
৭. ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালন উপলক্ষ্যে স্বরণ সভা ও দোয়া মাহফিল, আসরবাদ, জেলার দলীয় কার্যালয়।
৮. ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষ্যে আসরবাদ, জেলার দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button