স্থানীয় সংবাদ

৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয় সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মুন্সি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. মোহাম্মদ সাইফুল ইসলাম। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভীন জলি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল আলম, আওয়ামী লীগ নেতা সাহেবুর রহমান মোল্লা, মোহাম্মদ এনামুল কবির, শরিফুল ইসলাম মুন্না, খান মোহাম্মদ কবির, যুবলীগ নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুর রহমান, শ্রমিক লীগ নেতা শাহাবুদ্দিন মোল্লা ও সাত্তার মুন্সিসহ বিভিন্ন সেন্টার কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button