বৈষম্য বিরোধী পেশাজীবী সংগঠনের প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ “স্বৈরচারী সরকারকে গণহত্যার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ, সকল হত্যাকা-ের তদন্ত ও বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করা, চলমান আন্দোলনে গ্রেফতারকৃত সকলকে নিঃশর্ত মুক্তি, শিক্ষার্থীদের হয়রাণী ও গ্রেফতার বন্ধ এবং সকল নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ভার রাষ্ট্রকে নিতে হবে” শীর্ষক দাবীতে বৈষম্য বিরোধী পেশাজীবী সংগঠন-এর উদ্যোগে ৪আগস্ট রবিবার বেলা সাড়ে ১২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির মেইন গেটে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন সংগঠনের আহ্বায়ক এ্যাড. আক্তার জাহান রুকু, আইনগত সহায়তায় গঠিত সেল সদস্য এ্যাড. শরীফুল ইসলাম জোয়াদ্দার, এ্যাড. মোঃ মশিউর রহমান নান্নু, এ্যাড. কে এম শহিদুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, এ্যাড. চৌধুরী তোহিদুর রহমান তুষার, এ্যাড. মহসীন মোল্লা, এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. মোঃ কামাল হোসেন, এ্যাড. আবু হুরায়রা সোহেল, এ্যাড. মোঃ আব্দুর রহমান, এ্যাড. কামরুন নাহার হেনা, এ্যাড. হালিমা খাতুন, এ্যাড. ফারজানা এলিজা, এ্যাড. নাঈমা আক্তার, এ্যাড. এহতেশামুল হক, এ্যাড. শাকিউল আলম তুতি, এ্যাড. শেখ কবিরুল ইসলাম, এ্যাড. জাহানারা পারভীন, এ্যাড. মোস্তাক আহমেদ তাজ, এ্যাড. সনজিত কুমার ম-ল প্রমুখ নেতৃবৃন্দু।