স্থানীয় সংবাদ

আন্দোলনকারীদের দখলে খুলনা : বিএনপি নেতারা মাঠে

স্ট্যাফ রিপোর্টারঃ সরকার পদত্যাগের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগে খুলনায় ছাত্র-নাগরিকের ঢল নেমেছে। রোববার সকাল ১০টা থেকেই নানা শ্রেণি-পেশার মানুষ শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকে। এ সময় আন্দোলনকারীদের সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।সাধারণ ছাত্রদের পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণ করেছেন সর্বস্তরের শ্রেণি-পেশা ও বিভিন্ন বয়সের মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ নারী রয়েছেন। তাদেরও সরকারবিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে। পাশাপাশি বিএনপি নেতা কমীরাও সমাবেশ স্থলে যোগ দেয়। এ সময় খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, এহতেশামুল হক শাওন, ইমাম, জাসুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের দেখা যায়। নগরীর জোড়াগেট পর্যন্ত সাধারণ মানুষ ইজিবাইকে আসতে পারে। তারপর পায়ে হেটে তারা চলে যায়। ছাত্রছাত্রীরা তাদের সহপাঠী হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকরাও। এ সময় রিকশাওয়ালা থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার লোকজনকে আন্দোলনে আসা শিক্ষার্থীদের তালি দিয়ে সংহতি জানাতে দেখা যায়।খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট), সরকারি বিএল কলেজসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খ- খ- বিক্ষোভ মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকেন। দুপুর হতে না হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে গোটা এলাকা । পরে বিকেলে দিকে ছাত্র-জনতার ঢল নামে সেখানে। তবে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে সড়কে দেখা যায়নি। এমনকি ৭টি পয়েন্টে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির কথা থাকলেও কোথাও মাঠে নেই কেউ। শুধু দৌলতপুরে ছাত্র-যুবলীগ একটি মিছিল বের করে শেষ করে কর্মসূচী। খুলনায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দূরপাল্লার পরিবহনের কাউন্টার বেশির ভাগই বন্ধ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে শিববাড়ি মোড়ে আন্দোলনকারীদের দফায় দফায় মিছিল ও বিক্ষোভ করতে দেখা গেছে। আটকে দেওয়া হয়েছে মোড়ের চতুর্দিকের চলাচলের পথ। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিটি মোড়ে মোড়ে আন্দোলনকারীরা চেক পয়েন্ট বসায়। তারা সমাবেশ স্থলে আসা প্রতি মানুষকে চেক করে ছাড়েন।আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে উত্তাল করে রেখেছে শিববাড়ি মোড়। এ সময় আন্দোলনকারীদের ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে নগরীর শিববাড়ির দিকে যাত্রা করেন। মিছিলটি যখন নগরীর সোনাডাঙ্গা মোড় হয়ে শিববাড়ি মোড়ে আসে।বিকেল চারটার দিকে আন্দোলনকারীরা শিববাড়ীমোড় ছেড়ে ময়লাপোতা মোড়ে অবস্থা নেয়। এ সময় তারা দ্বিতীয় দফায় শেখ সোহেলের বাড়িতে অগ্নি সংযোগ করে। আন্দোলনকারীদের চাঙ্গা রাখতে কেই খাবার পানি, কেউ নাস্তা, কেউ শরবত বিলি করতে দেখা যায়। এতে করে ছাত্র-জনতা যেন কাধে কাধ মিলিয়ে এ আন্দোলন করছে। অন্য দিকে বিকেলে খুলনা মহানগর ও জেলা বিএনপি মিছিল সহকারে দলীয় কার্যালয়ে সমাবেম করে। মহানগর আহবায়ক এড. শফিকুল ইসলাম মনা এই সভায় সভাপতিত্ব করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button