স্থানীয় সংবাদ

যশোরে শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগ : নিহত ২৫

যশোর ব্যুরো ঃ যশোরের চিত্রা মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে আগুন দিয়েছে একদল লোক। বিকেলে সেনা প্রধানের ভাষণের পরই ছাত্রজনতা সাধারণ মানুষ শহরের প্রধান সড়কে আনন্দ মিছিল করে। মিছিল থেকে ২০টি অফিস ও অত্যাধুনিক হোটেল জাবির ইন্টান্যাশনাল ভাংচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে। আগুনে পুড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। সরকার পতনে বিজয় উল্লাস ও আনন্দ মিছিল করার সময় বিক্ষুদ্ধরা শহরের চিত্রা মোড়ের হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ করে। এতে ছাত্র-জনতা, হোটেল স্টাফ ও বোর্ডার মিলিয়ে ২৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে আরো কমপক্ষে ৮০ জনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাংচুর ও অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে সাবেক এমপি ও যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের বাড়ি, অফিস, ছাপাখানায়, উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বাসা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আধুনিকমানের হোটেল জাবির ইন্টান্যাশনাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন। এছাড়া, জেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ইউনিলিভারের গোডাউনে লুটপাট, কাউন্সিলর যুবলীগ নেতা আলমগীর কবীর সুমনের বাড়ি ভাঙচুর, সদর উপেজলা আওয়ামী লীগ সভাপতি মোহিত নাথে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল গুলিবিদ্ধ হয়েছেন এমন খবর পাওয়া যাচ্ছে। এছাড়া আরো ৭টি স্থাপনায় ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে বলেও তথ্য মিলেছে। জানা গেছে, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচার হওয়ার পরপরই যশোরে একদল লোক রাস্তায় নেমে মিছিল করে। তারা শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল, শেখ রাসেলের ভাস্কর্য ভাঙচুর করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল, তার বাড়ি ও প্রেসে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া হয়েছে যশোর সদর উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বাড়িতেও। শহরের চাচড়া এলাকায় নাভারণ প্রিন্টিং প্রেসও ভাঙচুর করা হয়। এই প্রেসটির মালিক যশোর-১ (শার্শা উপজেলা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এদিকে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ সাংবাদিকদের বলেন, হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এসব কাজ না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button