প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুলনায় দুইজনসহ নিহত ৩

# রাজনৈতিক প্রতিশোধের সহিংসতা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায়সহ বিভিন্ন উপজেলায় প্রতিপক্ষের হামলায় খুলনায় দুইজন সহ নিহত হয়েছেন তিনজন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কতর্ব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষনা করেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ২০-২৫ জন চিকিৎসা নিয়েছেন। খুমেক হাসপাতালে সূত্র এ তথ্য জানা যায়। খুমেক হাসপাতালের সুত্র মতে, নগরীর খালিশপুর এলাকায় নান্টু মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সে খালিশপুর এলাকায় প্লাটিনাম এলাকার বাসিন্দা জলিলের পুত্র। তাকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। অপরদিকে খুলনা রূপসা উপজেলায় আবুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তাকে হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত আবুল শেখ রূপসা উপজেলা দুর্জনিমহল এলাকার বাসিন্দা মজিদ শেখের পুত্র। এছাড়া শেখ মোশারফ হোসেন (৭০) নামে এক ব্যক্তিকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বাসিন্দা মৃত আবুল কাশেম শেখের পুত্র।