স্থানীয় সংবাদ

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের নৈতিক মানবিক ও ঈমানী দায়িত্ব- খুলনা ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার ঃ গতকাল মঙ্গলবার (৬ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে এক জরুরি সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, এইচএম আরিফুল ইসলাম, শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব আবুল কাশেম, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আমজাদ হোসেন, মোল্লা রবিউল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, কাজী তোফায়েল হোসেন, মোহাম্মদ কবির হোসেন, আব্দুল্লাহ আল মাসুম, মোঃ সজিব, আকবর আলী পাঠান, শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম ইসলাম খান, যুব নেতা মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুস সবুর, ছাত্র নেতা মোঃ মাহাদী হাসান মুন্না প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, মনে রাখতে হবে রাষ্ট্রীয় সম্পদ কোন স্বৈরাচারের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা ১৮ কোটি মানুষের সম্পদ। বিজয় উদযাপন করতে গিয়ে আমরা যেন মানুষের হক ও সম্পদ নষ্ট না করি। ইসলাম ও নৈতিকতা অসমর্থিত এমন সব কাজ আমাদের ভাইদের রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত বিজয়কে ম্লান করে দিবে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপাসনালয়, ঘরবাড়ি ভাংচুর করা হচ্ছে, যা নিন্দনীয়, তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতা-কর্মীরা এগিয়ে এসেছেন। সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়েতে সকলের প্রচেষ্টায় নগরবাসীর প্রতি আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button