দৌলতপুরে সর্বত্র জুড়ে চলছে বিজয়ের উল্লাস!

# আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ #
# উল্লাসে মেতে উঠেছে শিশু-কিশোর, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ #
# চায়ের দোকান হতে শুরু করে সর্বত্র সরকার পদত্যাগের আলোচনা #
স্টাফ রিপোর্টার ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১’দফা দাবি আদায়ের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকে ঘিরে গোটা দেশসহ শিক্ষার্থীরা উত্তাল হয়ে ওঠে। আন্দোলনের মুখে পড়ে সোমবার (৫ আগষ্ট) পদত্যাগসহ দেশ ছাড়াতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যম গুলোতে তার দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে সারাদেশে ন্যায় খুলনার সড়কে হাজারো সর্বস্তরের মানুষ বিজয় উল্লাসে নামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের ১দিন অতিবাহিত হয়ে গেলেও নগরীর খুলনাসহ বিভিন্ন এলাকায় এখনো চলছে বিজয়ের উল্লাস, মিষ্টি বিতরণ। বিশেষ করে নগরীর বিভিন্ন চায়ের দোকান হতে শুরু করে সর্বত্র এখন আলোচনার কেন্দ্র বিন্দু শেখ হাসিনার পদত্যাগ, দেশ ছেড়ে পালায়ণ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। মঙ্গলবার (৬ আগষ্ট) নগরীর দৌলতপুরের বিভিন্ন সড়ক ও এলাকা ঘুরে দেখা গেছে, ছাত্র-জনতা শেখ হাসিনার পদত্যাগের উল্লাসে এখনো বিজয় মিছিল ও মোটর সাইকেলের শো-ডাউন অব্যহত রখেছে। তারা তাদের প্রতিক্রিয়াই জানান, সোমবার (৫ আগষ্ট) দেশ যেন নতুন করে স্বাধীন হয়েছে। স্বৈচারের হাত হতে দেশ রক্ষা পেয়েছে। এ বিজয় কেবলমাত্র আন্দোলনে অংশ গ্রহন করা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে। এছাড়া (৫ আগষ্ট) দুপুরের পর নগরীর দৌলতপুরে ঘুরে দেখা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে সর্বস্তরের মানুষেরা সড়কে সড়কে বিজয় উল্লাস নামে। দৌলতপুরের নতুনরাস্তা, পিরামিড মোড়, ট্রাফিক মোড়, মিনাক্ষীর মোড়, মুহসীন মোড়, থানার মোড় (কুলিবাগান মোড়), পালপাড়া মোড়, রেলিগেট মোড়, মানিকতলা মোড়সহ স্থানীয় এলাকার সড়কগুলোতে সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশে ত্যাগের খবরে বিজয় উল্লাসে উচ্ছ্বসিত হয়ে মানুষের ঢল নামে। এসময় সড়কগুলো হাসিনা বিরোধী শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে। শিশু, বৃদ্ধা, নারী, পুরুষ, তরুন-তরুনীসহ সববয়সী মানুষ এ উল্লাসে মেতে ওঠে। এ বিজয় উল্লাসে মেতে মানুষেরা জানান, দেশে আজ নতুন করে স্বাধীন হলো। স্বৈচারের হাত হতে দেশ রক্ষা পেল। এ বিজয় কেবলমাত্র আন্দোলনে অংশ গ্রহন করা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে। দেশ জালিমের হাত হতে রক্ষা পেয়েছে। একই সাথে এই উল্লাসে মেতে ওঠা জনতা জানান, এই ছাত্র আন্দোলনকে ঘিরে দেশে আজ এক নতুন ইতিহাসের সৃষ্টি হলো। আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাসীন সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলো, এই আন্দোলনের সফলতা এনে দিতে যে সকল শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় এনে দিয়েছেন তাদের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এসময় সড়কে জাতীয় পতাকা উড়িয়ে, জাতীয় পতাকে বুকে ধরে, ছোট শিশুদের হাতে জাতীয় পাতাকা নিয়ে বিভিন্ন যানবাহনে করে ঘুরে বেড়াতে দেখা যায়। অনেকে আবার মিষ্টি বিতারণও করেন।
উল্লাসে মেতে উঠা বৃদ্ধা আব্দুল হালিম জানান, শুধু শেখ হাসিনার পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত করবে এই নতুন প্রজন্ম। জালিম সরকারের ক্ষমতার রক্তচক্ষুকে আমাদের ছেলেরা (শিক্ষার্থীরা) মেনে নেয়নি। তাদের আন্দোলনের মুখে পড়ে অবশেষে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হলো। আগামীতে কে দেশ চালাবে তার পয়সালাও নতুন প্রজন্ম ঠিক করবে। শ্রমিক আবুল হাসান জানান, অনেক ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা আবার বাংলাদেশকে নতুন করে পেলাম। কেবলমাত্র ছাত্রদের আন্দোলনের কারণে এ বিজয় অর্জিত হয়েছে। ছাত্ররাই জাতির এ নতুন বিজয় নিয়ে এসেছে। এ বিজয় ১৬ কোটি বাঙালির বিজয়। এ বিজয় স্মরনীয় হয়ে থাকবে। শিক্ষার্থী আবু রায়হান জানান, আমরা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে নামি। অবশেষে আমাদের এক দফা দাবি সরকারের পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ তার সফল বাস্তবায়ন হয়েছে। আমাদের এই আন্দোলনে শহীদ সাইদ ভাই, মুগ্ধ ভাইসহ আমাদের যে সকল ভাই বোনেদের হত্যা করা হয়েছে, তাদের হত্যার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। নেতা সোহেল মোল্লা জানান, বিগত ১৭ বছর ধরে আওয়ামীলীগ সুঃশাসন চলছিল, সাধারন ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে গতকাল সেই দুঃশাসনের অবসান হলো। ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলো, পালিয়ে দেশ ত্যাগ করলো। বিদায় নিলো একটি স্বৈরাচারি সরকার। যে এক দফা দাবিতে ছাত্রদের পাশাপাশি আম জনতা রাস্তায় নেমে সরকার পতনের সেই দাবিটি সোমবার পুরাপুরি বাস্তবায়ন হয়েছে।
বিএনপি নেতা সাজ্জাদুর রহমান তোতন জানান, অত্যাচারের শেষ আছে। জালেমের জুলুম থেকে এ দেশ মুক্ত হয়েছে। এ দেশের মানুষকে মুক্ত করেছে, আপমর জনতা, আমাদের গর্বিত ছাত্ররা তাদের আন্দোলনের মধ্যে দিয়ে। এ আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, দেশ নতুন করে স্বাধীন হয়েছে। স্বৈরাচারি সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি দৌলতপুর থানা শাখার সদস্য সচিব শেখ ইমাম হোসেন বলেন, বিগত ১৭ টি বছর ধরে একটি অবৈধ সরকার ক্ষমতায় থেকে দেশের জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, লুটপাট, দুর্নীতি, হামলা-মামলা চালিয়ে দেশকে অবরুদ্ধ করে রেখে ছিল। সোমবার ছাত্রদের আন্দোলনের কারণে স্বৈরাচারি সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। আমি গভীর দুঃখের সাথে বলতে চাই এই আন্দোলনে যারা অংশ গ্রহন করে শহীদ হয়েছেন তাদের হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। আগামীতে এই ছাত্রদের সাথে করে নিয়ে নতুন একটি সরকার গঠন হবে, যে সরকার সর্বস্তরের মানুষের কথা ভাববে, একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তুলবে।



