স্থানীয় সংবাদ
খুলনায় ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং দুস্তদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। খুলনা মহানগরীর ফেরিঘাটে খাদিজা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ দুলাল ফরাজী’র পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে এই দোয়ার আয়োজন করা হয়।আজ শুক্রবার জুম্মার নামাজের পর খুলনা ফেরিঘাট মসজিদের পেশ ঈমাম দোয় পরিচালনা করেন।এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্হতা এবং দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে গরীব, দুঃখী, অসহায় দুস্থদের মাঝে তবারক বিতরন করেন।এসময় রাস্তায় যে সকল ছাত্র ছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তাদের মাঝেও তবারক বিতরন করা হয় বলে জানিয়েছেন মো: দুলাল ফরাজী।