স্থানীয় সংবাদ

অন্তরবর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহনে উন্নয়ন কমিটির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির এক জরুরী সভা সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত সকল উপদেষ্টাকে অভিনন্দন জানানো হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শ্রেণীর বীর ছাত্র-জনতার নির্মম মৃত্যুতে গভীর ভাবে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন বীর সন্তানেরা মরণপন আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে বিজয় অর্জন করেছে তা আমাদের ধরে রাখতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে যে কোন ধরনের অরাজকতা, লুটতরাজ ও মানুষের জানমালের নিরাপত্তা বিধানে প্রশাসনসহ সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অন্তরবর্তী কালীন সরকারকে বীর যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহবান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নিজামউর রহমান লালু, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক মোঃ আবুল বাসার, মিজানুর রহমান বাবু, অর্থ-সম্পাদক মিনা আজিজুর রহমান, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, আসাদুজ্জামান মুরাদ, এড. মিজানুর রহমান পান্না, মোল্লা মারুফ রশীদ, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, মতলুবুর রহমান মিতুল, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান টিংক, খালেক শিকদার, প্রমিতি দফাদার প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button