অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে খুলনা নাগরিক সমাজের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টাগণকে অভিনন্দন জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র কাঠামো গঠনের যে চেতনাকে ধারণ করে সাধারণ ছাত্র-জনতার জীবন, রক্ত, ত্যাগের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সরকার সর্বাত্মক কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। দীর্ঘদিনের ঘুষ, দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার, বাজার সিন্ডিকেট, অপশাসন, বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতার কঠোর আন্দোলনের বিনিময়ে যে সরকার গঠিত হলো, এ সরকার রাষ্ট্রের মৌলিক সংস্কারের মাধ্যমে সর্বস্তরের অনিয়ম দূর করে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে যথাযথ ভূমিকা পালন করে দেশবাসীকে একটি স্বস্তিদায়ক পর্যায়ে নিয়ে আসবে বলে এক বিবৃতিতে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন। নেতৃবৃন্দ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে তড়িৎ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন সংগঠনের পক্ষে গঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার।