স্থানীয় সংবাদ

যশোর উপশহর বি ব্লকের এক বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণ

নারী গুলিবিদ্ধের ঘটনায় মামলা

যশোর ব্যুরো ঃ শহরতলী নতুন উপশহর বি ব্লক মসজিদের দক্ষিণ পাশ থেকে ধাওয়া করে বাড়িতে ঢোকার পর গুলি বর্ষন করায় নাসরিন আক্তার বিলকিস (৫০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বি ব্লক বাসা নং ১১৫ এর মৃত শওকত আলীর স্ত্রী। এঘটনায় ছেলে সাজ্জাদ হোসেন রুপন বাদি হয়ে চিহ্নিত ৪ সন্ত্রাসীর নাম উল্লেখসহ তাদের অজ্ঞাতনামা আরো ৫/৬জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় শুক্রবার গভীর রাতে মামলা করেন। মামলায় আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার বিরামপুর ভাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মামুন, ডি ব্লক বাসা নং ১২০ এর মনির উদ্দিনের ছেলে ইউপি সদস্য হাবিবুর রহমান টমাস, সি ব্লক বাসা নং ২৮৯ এর মঞ্জুর আলমের ছেলে সৈয়দ মুনসুর আলী ও সি ব্লক বাসা নং ২৬৫ নং বাড়ির মালিক আতাউর রমানের ছেলে ইউপি সদস্য খান আরিফুজ্জামান সবুজসহ অজ্ঞাতনামা ৫/৬জন।
মামলায় বাদি উল্লেখ করেন, বাদি বেসরকারি কুরিয়ার সার্ভিসে চাকুরী করেন। নতুন উপশহর বাজারে রাইয়্যান ফ্যাশন নামক তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পূর্ব শত্রুতার জের ধওে আসামীরা বিভিন্নভাবে বাদিকে মারপিটসহ ক্ষয়ক্ষতি করার পরিকল্পনা করে আসছে। গত ১৪ আগষ্ট দিবাগত গভীর রাত ১ টা ৫০ মিনিটে বাদি তার দোকানে চুরি ডাকাতি হচ্ছে কিনা দেখতে যান। বাদি তার দোকান দেখে এরশাদের চায়ের দোকান হতে বিস্কুট কিনে বাসার দিকে আসতে থাকেন। আসামীরা বাদিকে রাস্তায় একা দেখে মারপিটের জন্য ধাওয়া করলে বাদি দৌড়ে বাড়িতে চলে আসে। বাসায় আসার পর ১৫ আগষ্ট রাত ২ বেজে ১০ মিনিটে নতুন উপশহর বি ব্লক মসজিদের দক্ষিণ পাশে এবং ইসলামীয়া বহুমুখী মাদ্রাসার পিছনে বাদির একতলা বাসা নং ১১৫ এর সামনে পাকা রাস্তার থেকে আসামীরা বাদিকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র দিয়ে গুলি করে। আসামীদের ছোড়া গুলি বাসার জানালার কাঁচ ভেদ করে ঘুমিয়ে থাকা বাদির মাতা নাসরিন আক্তার বিলকিস এর পেটে লেগে গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে ওই রাতে আশ পাশের লোকজন ও বাজারের নাইটগার্ড রিফাতসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা মোটর সাইকেল যোগে দ্রুত চলে যায়। বাদিসহ স্থানীয় লোকজন নাসরিন আক্তার বিলকিসকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে তার মা হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন রয়েছে বলে বাদি তার মামলায় উল্লেখ করেন। এমতাবস্থায় আসামীরা বাদিকে যে কোন সময় মারপিট খুন জখমসহ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে বাদি আশংকা প্রকাশ করছে। বর্তমানে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button