স্থানীয় সংবাদ

বিজিবির পৃথক অভিযানে দুই মানব পাচারকারীসহ আটক ৫

দুটি মোটরসাইকেল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দুটি সীমান্ত এলাকা থেকে বিজিবির পৃথক অভিযানে দুই মানব পাচারকারীসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার পদ্মশাখরা ও কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত থেকে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা দুটি মোটর সাইকেল। আটককৃতরা হলন, সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজির ছেলে মানবপাচারকারী জসিম উদ্দিন (৩৮), লক্ষ্মীদাড়ি গ্রামের আসাদুল সরদারের ছেলে মানবপাচারকারী বিলাল হোসেন (২৩), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে শামছুজ্জামান (৩৯)। তিনি তজসিম ও বিলালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। এছাড়া, কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় আটক করা হয়, শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের শামসুল মোল্যার মেয়ে মৌসুমী (৩৪) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রবানা গ্রামের আয়নাল উদ্দিনের ছেলে মোঃ মামুন (৩৩)। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত দিয়ে শামসুজ্জামান নামের এক ব্যক্তিকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির সুবেদার আমির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে শামসুজ্জামানসহ পাচারকারী জসিম উদ্দীন ও বিলাল হোসেনকে আটক করা হয়। এসময় পাচারকারীদের ব্যবহৃত দুটি মোটর সাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোটর সাইকেলের বাজার মুল্য প্রায় ৪ লাখ বলে তিনি জানান। অপরদিকে, কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় মৌসুমী খাতুন ও মামুন হোসেন নামের দুই বাংলাদেশীকে আটক করা হয়। গত তিন দিন আগে তারা যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আটককৃতদের সবার বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই অধিনায়ক।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button