জলাবদ্ধ ভবদহ অঞ্চল : সমস্যা সমাধানে করণীয়
ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ভবদহ জোটভূক্ত প্রতিনিধিদের নিয়ে সভা
স্টাফ রিপোর্টারঃ ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে মঙ্গলবার যশোর জেলার অভয়নগর উপজেলার বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সেমিনার কক্ষে ‘ জলাবদ্ধ ভবদহ অঞ্চল : সমস্যা সমাধানে করণীয়’ বিষয়ক এক জোট সভা অসুষ্ঠিত হয়। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় উক্ত জোটভূক্ত প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন বেলা খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। অন্যান্যদের মধ্যে মতামত প্রদান করেন জোটের সদস্য এবং ২৭ বিল রক্ষা কমিটির আহ্বায়ক বাবর আলী গোলদার, বিশিষ্ট সাংবাদিক ও জোট সদস্য সুনীল দাশ, জোট সদস্য এবং উন্নয়ন সংগঠক প্রকাশ চন্দ্র ধর, বিভা’র সভাপতি সুকুমার ঘোষ, জোট সদস্য আব্দুল আজিজ, জোট সদস্য ডাঃ মোশাররফ হোসেন, উন্নয়ন সংগঠক প্রমি আক্তার লিজা, প্রত্যয়ের নির্বাহী পরিচালক শেখ আব্দুল জলীল, নারী প্রতিনিধি নাসরীন সুলতানা, নারী উন্নয়ন সংগঠক সুফিয়া পারভীন শিখা, সামাজিক সংগঠক এস এম নজরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় জোটভূক্ত সদস্যরা ভবদহের জলাবদ্ধতার সমকালীন ভয়াবহতা নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং এই সমস্যা সমাধানে আশু করণীয় এবং দীর্ঘমেয়াদী করণীয় কি হতে পারে, সে বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়াও এই সমস্যা সমাধানে উপস্থিত প্রতিনিধিরা বিভিন্ন সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। উক্ত জোট সভার আলোচিত সকল মতামতসমূহ সমন্বীত করে পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের সীদ্ধান্ত গ্রহণ করা হয়।