স্থানীয় সংবাদ

কক্সবাজারে নৌবাহিনী কর্তৃক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার ঃ নৌবাহিনীর অভিযানে কক্সবাজারের কুতুবদিয়ায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক হয়েছে। মঙ্গলবার কক্সবাজারের কুতুবদিয়া নৌ কন্টিনজেন্ট গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আলী আকবর ডেইল, তাবালের চর, কৈয়ারা বিল, উত্তর ধূরুং ও লেমশিখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় জলদস্যু ও ডাকাত দলের চার সদস্য ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত, সুজা উদ্দিন, সাহেদ ও নেসারকে ২টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল, ৬টি কার্তুজ, ৮টি তাজা গোলা, ২টি এমটি কার্টিজ, ২টি চাপাতি এবং উল্লেখযোগ্য সংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এদের নামে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ তাদেরকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button