নাগরিক ফোরামের নতুন আহ্বায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি ঃ বৃহস্পতিবার বিকাল ৪টায় নিজস্ব কার্যালয়ে নাগরিক ফোরাম খুলনা মহানগর কমিটির এক বিশেষ সাধারণ সভা রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নাগরিক ফোরামের খুলনা মহানগরের সাবেক নেতা খান মজিবর রহমান ও মাস্টার বদিয়ার রহমান এর মৃত্যুতে দাঁড়িয়ে উপস্থিত সবাই এক মিনিট নিরবতা পালন করেন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করণের লক্ষ্যে এবং সকল সেবামূলক কর্র্মকান্ডে নাগরিক জনসম্পৃক্তকরণে ভূমিকা রাখতে নাগরিক ফোরাম খুলনা মহানগরের ৩১টি ওয়ার্ডে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। তারই ধারাবাহিকতায় নাগরিক ফোরামের সেবামূলক কর্মকান্ড আরো বেগবান করার লক্ষে সর্বসম্মতক্রমে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হন জনাব রফিকুল ইসলাম খোকন ও সদস্য সচিব নির্বাচিত হন এসএম ইকবাল হাসান তুহিন। এছাড়া অন্যান্য সদস্যগণ- মল্লিক জাহিদুল ইসলাম, বনানী সুলতানা ঝুমু , হেদায়েত হোসেন, মো: রফিকুল ইসলাম বাবু, মিজানুর রহমান রাজা ,সৈয়দ আলী হাফিজ, মো: সাবির খান, ইরিনা আক্তার, মো: বাবলু হাওলাদার, মো: শাহজাহান হাওলাদার, সৈয়দ নওশাদুজ্জামান পল্টু, মইনুল ইসলাম কিরন, সাজেদা ইসলাম, ডা: ইকবাল হোসেন , মোবাশে^র হোসেন শ্যামল, সরোয়ার হোসেন ,খাদিজা কবির তুলি , নাসির জবেদ, মোহাম্মদ আলী প্রমুখ।