স্থানীয় সংবাদ

যশোর বোর্ডে পাশের হার ৬৪.২৯%

চলতি বছরে যশোর বোর্ডে ফলাফল এবার বিপর্যয়

জিপিএ-৫ পেয়েছে ৯,৭৪৯ জন

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে: চলতি বছরে এইচএসসি পরীক্ষার ফলাফলে গতবছর তলানিতে নেমে যাওয়া যশোর বোর্ড এবার একধাপ উপরে উঠেছে। তবে জিপিএ-৫ প্রাপ্তি সামান্য বাড়লেও কমেছে পাসের হার। এ বছর যশোর বোর্ডে পাসের হার ৬৪.২৯% । জিপিএ-৫ পেয়েছে ৯,৭৪৯ জন। গতবছর যশোর বোর্ডে পাসের হার ছিল ৬৯.৮৮%। জিপিএ-৫ পেয়েছিল ৮,১২২ জন। মঙ্গলবার ১৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাকক্ষে বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে। বোর্ড কর্তৃপক্ষ বলছে, ইংরেজিতে অনুত্তীর্ণের হার বেড়ে যাওয়ায় বোর্ডের সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে। এ বছর ফলাফলে যশোর বোর্ড তলানীতে।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার সাংবাদিকদের বলেন,চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অবতীর্ণরা করোনা মহামারীর সময় ২০২০ ও ২০২১ সালে ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যায়ন করেছে। তখন শ্রেণিকক্ষে তাদের পাঠদান সম্ভব না হওয়ায় তাদের ইংরেজিতে দুর্বলতা রয়ে গেছে। যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পরীক্ষার্থীদের ৩১ শতাংশ ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে। এই প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে। আগামীতে বোর্ডের ফলাফল ভাল করার জন্য তারা পদক্ষেপ নেবেন।
এ বোর্ডের চলতি বছরে প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ১ লাখ ২২ হাজার ৫শ’ ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৮ হাজার ৭৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৬ হাজার ২শ’ ৪৭ জন এবং ছাত্রী ৪২ হাজার ৫শ’ ১৭ জন। পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭শ’ ৪৯ জন। বহিষ্কৃত হয়েছে ১৩ জন।
বিগত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ১ লাখ ৯ হাজার ৬শ’ ৩৪ জন পরিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ৭৬ হাজার ৬শ’ ১৬ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮শ’ ৮৫ জন এবং ছাত্রী ৪০ হাজার ৭শ’ ৩১ জন। পাসের হার ছিল ৬৯ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ১২২ জন। বহিষ্কৃত হয়েছিল ২৭ জন।
এবারের ফলাফলের চিত্র তুলে ধরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান,অন্যান্য বোর্ডের তুলনায় যশোর বোর্ডের ফলাফল খারাপ হয়েছে। বিশেষ করে ইংরেজি পরীক্ষায় ৩১ শতাংশ অনুত্তীর্ণ হওয়ায় সার্বিক ফলাফলের ওপর এর প্রভাব পড়েছে। ভবিষ্যতে ফলাফল ভাল করার জন্য বোর্ডের পক্ষ থকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button