খালিশপুরে নৌ বাহিনীর অভিযানে পাঁচ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুরে নৌ বাহিনীর অভিযানে মাদক স¤্রাটসহ পাঁচ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খালিশপুর পৌর সুপার মার্কেটের দক্ষিণ পাশ থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে কবির, সাজু, রুবেল, রিপন, পিয়ারু। তবে এদের কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে কি না তা প্রত্যক্ষদর্শীরা বলতে পারেনি। এলাকাবাসী জানায়, পুলিশী অভিযান না থাকার সুযোগে এসব মাদক কারবারীরা এলাকায় মাদকের হাট বসিয়েছিল। এসব চিহ্নিত মাদক কারবারীরা আগে আ’লীগের মিছিল মিটিং-এ থাকতো। এখন তারা ভোল পাল্টিয়ে বিএনপির মিছিল মিটিং-এ থাকছে। এ জন্য এলাকার সাধারণ মানুষ ভয়ে এদের মাদক বিক্রির বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদের গ্রেফতারের জন্য যৌথ বাহিনীতে এলাকাবাসী ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ অভিযান যেন অব্যাহত থাকে। খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নৌ বাহিনী অভিযান করেছে। তবে গ্রেফতারকৃত মাদক কারবারীদের সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় হ্যান্ডওভার করেনি বলে তিনি জানান।