স্থানীয় সংবাদ

সন্ত্রাসী ভয়েতটস্থ পাইকগাছার গ্রামপুলিশ জীবনের নিরাপত্তায় চায়

# সংবাদ সম্মেলনে সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ #

স্টাফ রিপোর্টার ঃ প্রশাসনের তালিকাভুক্ত সন্ত্রাসী এসএম এনামুল হকের ভয়ে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রাম পুলিশ শওকত গাইন। নিজের ও পরিবারর-পরিজনের নিরাপত্তায় অন্তর্র্বতীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুসের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের অসহায়ত্ব প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০০ সালে সোলাদানা ইউনিয়নে গ্রাম পুলিশের চাকরি পেয়ে সুখে-শান্তিতে দরিদ্র্য পরিবার-পরিজন নিয়ে বসবাস করছিলেন মোঃ শওকত গাইন। ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসএম এনামুল হক প্রতিদ্বন্দ্বিতায় নেমে তার পক্ষে প্রচার-প্রচারণায় নামতে চাপ দেয় তাকে। যেহেতু সে গ্রামপুলিশ, তাই তার পক্ষে নির্বাচনী প্রচারে না নেমে নিরপক্ষ ভূমিকায় চুপচাপ থাকেন তিনি। এতে সে ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেবার হুমকি দেয়। সেই নির্বাচনে জয়ী হয়ে প্রতিহিংসামুলকভাবে বিনাপরাধে তাকে গ্রাম পুলিশের চাকরি থেকে অব্যহতি দেন সোলাদানা ইউপি’র তৎকালীন চেয়ারম্যান এসএম এনামুল হক। এঘটনায় আদালতে মামলা করলে রায় গ্রাম পুলিশ শওকত গাউনের পক্ষে আসলেও চাকরিতে ফিরতে দেননি চেয়ারম্যান। ২০২১ সালের ইউপি নির্বাচনে এনামুল হক পরাজিত হলে চাকরি ফিরে পেয়ে শান্তিতে বসবাস শুরু করেন শওকত গাইন। এতে প্রচ- ক্ষিপ্ত হন এসএম এনামুল হক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্যদিয়ে অগণতান্ত্রিক সরকারের পতন হলে দেশবাসী স্বস্তির নিঃশ্বাস নিয়েছি। কিন্তুপূর্ব প্রতিহিংসার জেরধরে ৭ আগস্ট এসএম এনামুল হকের নেতৃত্বে তার পোষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে গ্রাম পুলিশ শওকত গাইনের বসত ঘর-বাড়ী ভেঙে গুড়িয়ে দিয়ে নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ব্যাপক লুটপাট করে নিয়ে যায়। শুধু তাই নয়, পরিবারের মহিলা ও শিশুদের বেদম মারপিট করে সন্ত্রাসীরা; সেদিন থেকে জীবনের মায়ায় পালিয়ে বেড়াচ্ছেন তিনি। প্রশাসনের তালিকাভুক্ত সন্ত্রাসী এসএম এনামুল হককে বিএনপি থেকে বহিস্কার করলে বিধ্বস্ত বাড়ীতে ফিরে যান তারা। কিন্তু সম্প্রতি তাকে ও তার পরিবারকে আগুনে পুড়িয়ে ভষ্মিভূত করে ফেলার হুমকি দিচ্ছে। সারাজীবনের সয়-সম্পদ তো সবকিছুই লুটপাট করে নিয়ে গেছে; এখন জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রাম পুলিশ শওকত গাইন। বাংলাদেশের বর্তমান আশা-ভরসার আশ্রয়স্থল অন্তর্র্বতীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ এবং যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button