স্থানীয় সংবাদ
রূপসায় মাদকসহ যুবক গ্রেফতার
রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকা হতে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ সৌরভ মোল্লা (১৯) নামে একজন গ্রেফতার হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। আইচগাতী পুলিশ ক্যাম্পের আইসি উপ-পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সৌরভের প্যান্টের পকেট থেকে গাঁজা উদ্ধার হয়। সে ওই এলাকার জনৈক মোঃ শাহিন মোল্লার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।