স্থানীয় সংবাদ

নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা রাজনগর এলাকায় মধুমতি নদী থেকে আব্দুর রব (৪৯) নামের একজন জুয়াড়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নদীতে ভাসতে দেখে স্থানীয়দের খবরের ভিত্তিতে চিতলমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে। মৃত আব্দুর রব উপজেলার কুনিয়া চরচিংগুড়ি গ্রামের হানিফ খানের ছেলে। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলাতলা রাজনগর এলাকায় মধুমতি নদীর পাশে ৫/৬জন জুয়াড়ী জুয়ার আসর বসায়। এ সময় সেনা বাহিনীর একটি টহল দল ওই এলাকা থেকে যাওয়ার পথে জুয়াড়ীদের ধাওয়া দিলে জুয়াড়ীরা মধুমতি নদীতে লাফ দিয়ে সটকে পড়ে। এ সময় সাতার না জানায় আব্দুর রব পানিতে তলীয়ে গিয়ে নিখোঁজ থাকে। শনিবার সকালে ওই নদীতে রবের লাশ ভেসে ওঠে। চিতলমারী থানার ওসি স্বপন রায় জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মধুমতি নদীতে ভাসমান অবস্থায় আব্দুর রব নামের এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button