স্থানীয় সংবাদ

ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগরের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তিঃ বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বন্ধকৃত মিল পাট কল কারখানা চালু এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল তিনটায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মোহাম্মদ গালিব, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন।
সভাপতিত্ব করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ। আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সফলে শ্রমিক জনতাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button