স্থানীয় সংবাদ

খুবির ইউআরপি ডিসিপ্লিনের ২৪ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে নিজেকে পরিপূর্ণভাবে গড়ার জায়গা। এখান থেকে শিক্ষা গ্রহণের পাশাপাশি পরবর্তী জীবনের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে নিজেদের মেলে ধরতে হবে। এতে নিজেদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি অটুট থাকবে।
২৪ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের নবাগত ২৪ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। এখানে ছাত্ররাজনীতি না থাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় না। এ বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ সর্বস্তরে ছড়িয়ে আছে। এখানকার গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে কর্মক্ষেত্রে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাই অগ্রজদের মতো তোমাদেরও নিজেদের মেধার পাশাপাশি মানবিক বিকাশ ঘটাতে হবে। এজন্য পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে নিজেদের যুক্ত করতে হবে। সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অংশ নিতে হবে। নিজেদের মধ্যে নেতৃত্বগুণ তৈরি ও সুবক্তা হতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকে যেমন সুপথে যাওয়া যায়, তেমনি বিপদগামীও হওয়া যায়। এজন্য মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকা- থেকে বিরত থাকতে হবে। নবীন শিক্ষার্থীরা যাতে র‌্যাগিংয়ের শিকার না হয়, সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বক্তব্যের শুরুতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি আহত ছাত্র-জনতার আশু সুস্থতা কামনা করেন।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আশরাফুল আলম ও প্রফেসর ড. মো. কাজী সাইফুল ইসলাম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আশিক উর রহমান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২১ ব্যাচের আবরার ও নবাগত ২৪ ব্যাচের সৈয়দ মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের খ-কালীন শিক্ষক সুমাইয়া নাজ। এর আগে অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সাথে তাদের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার কপি প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button