১১নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদকসহ তিন নেতাকে মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ নগরীর খালিশপুর থানা ১১নং ওয়ার্ড আ’রীগের সাঃ সম্পাদক সরদার আলী আহমেদসহ তিন নেতাকে মেরেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় নগরীর নিক্সন মার্কেটের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ব্যাপক প্রচার হয়েছে। হামলায় শিকার আ’লীগের অন্য দু’ নেতা হচ্ছেন ইলিয়াস শিকদার ও রুহুল আমিন। তবে এ ঘটনা আংশিক সত্য বলে দাবি করেছেন ১১নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক সরদার আলী আহমেদ। তিনি বলেন, ফেইজবুকে যে তথ্য দেয়া হয়েছে তা সত্য নয়। এটা ফেইক আইডি থেকে ছড়ানো হয়েছে। প্রকৃত ঘটনা হলো, তিনি ও ইলিয়াস শিকদার নগরীর নিক্সন মার্কেটের গলি দিয়ে যাচ্ছিলেন। এ সময় সাবেক যুবদল নেতা মাসুদের সাথে দেখা হয়। মাসুদ তাকে চলে যেতে বলে। আর ইলিয়াসের সাথে তার বোঝাপড়া আছে বলে তাকে আটকে রাখে। এ সময় তিনি চলে আসেন। তখন মাসুদ জামার কলার ধরে ইলিয়াস শিকদারকে কিল ঘুষি মারে। তবে কেন মারে কি জন্য মারে তা তিনি বলতে পারেননি। ইলিয়াস শিকদার ১১নং ওয়ার্ড আ’লীগের দপ্তর সম্পাদক আর ৫ আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে নির্যাতন নিপিড়নকারীদের সামনের কাতারে ছিল বলে বিএনপির নেতা-কর্মীরা জানান।