স্থানীয় সংবাদ

চলতি বছরে খুলনা বিভাগে ৮ জেলায় একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি ১৬৯ : খুলনায় সর্বোচ্চ ৯১

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৫২২৬ জন, মৃত্যু -১৭

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা বিভাগে চলতি বছরে সর্বোচ্চ একদিনে ৮ জেলায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৬৯ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু রোগী সংখ্যা রয়েছে। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯১ জন। এ সমেয় মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫২২৬ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগে ৮ জেলায় ও দুই সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৬৯ জন। এর মধ্যে খুলনায় একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৯১ জন। যা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া সাতক্ষীরায় ৩ জন, যশোরে ১৭ জন, ঝিনাইদহ ৩ জন, মাগুরায় ১৭ জন, নড়াইলে ৬ জন, কুষ্টিয়ায় ৮ জন, মেহেরপুরে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ২২৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৭ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১১ জনের । এছাড়া খুলনায় ১ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এছাড়া এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় মোট ১৫২১ জন, বাগেরহাটে ৬৮ জন, সাতক্ষীরায় ১২৪ জন, যশোরে ৭৭৩ জন, ঝিনাইদহ ৩৩৮ জন, মাগুরায় ১৮১ জন, নড়াইলে ৪২৫ জন, কুষ্টিয়ায় ৫৪৭ জন. চুয়াড্ঙ্গাায় ৮২ জন, মেহেরপুরে ৪৫৬ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৮৫ জন। রেফার্ড করা হয়েছে ৬৮ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৭ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬০১ জন রোগী ভর্তি হন। এসময়ে মোট মৃত্যু হয় ১১ জনের। বর্তমানে ৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button