ধর্ম উপদেষ্টা ড.আ,ফ,ম খালিদ হোসেন আসছেন ৯ নভেম্বর
স্টাফ রিপোর্টার ঃ ঐতিহ্যবাহী শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার ৬৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দ আগামি ৮,৯,ও ১০ নভেম্বর শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন শিরোমনি হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মাহফিলের প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড.আ,ফ,ম খালিদ হোসেন ।মাহফিলের ১ম দিন প্রধান অতিথি ঢাকা তেজগাও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা ডঃ আবুল কালাম আযাদ বাশার। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির হুসাইনী। ২য় দিন ৯ নভেম্বর প্রধান অতিথি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা তারেক মনোয়ার (ঢাকা) । বিশেষ অতিথি হযরত মাওলানা ক্বারী আব্দুল হক, হযরত মাওলানা মনিরুজ্জামান।৩য় দিন প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আমির হামযা (কুষ্টিয়া)। বিশেষ অতিথি হযরত মাওলানা আবুল বাশার জিহাদী । এদিকে মাহফিল সফল ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে ধারবাহিক মতবিনিময় অনুষ্ঠানের অংশ হিসাবে গতকাল (মঙ্গলবার) সকাল ৯ টায় মাদ্রাসা অফিসকক্ষে প্রচার ও মিডিয়া কমিটির সভা কমিটির সভাপতি মুন্সি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক মুহাঃ আমিনুল ইসলাম, প্রচার ও মিডিয়া কমিটির সদস্য হাফেজ ইসমাইল হোসেন,মাদ্রাসা বিশেষ শাখা প্রধান হাফেজ নাসিরউদ্দীন মাহমুদ, মুহাঃ আশরাফুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, হাফেজ সাদ্দাম হোসেন, কে এম সোলায়মান, মাহদী আল মাহমুদ, মিরাজুল ইসলাম, সাংবাদিক সাইফুল্লাহ তারেক ও গাজী মাকুল উদ্দীন।