দৌলতপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মাদকের বিরুদ্ধে ওসির কঠোর অবস্থান
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অর্ন্তভুক্ত দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মস্থলে মীর আতাহার আলী যোগদান করার পর থানা এলাকার জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে কাজ করাসহ এলাকার সন্ত্রাস, অপসাম্প্রদায়িক বিরোধী কর্মকান্ড, চুরি-ছিনতাইসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশি দায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা অব্যহত রেখেছেন। একই সাথে মাদককারবারীর বিরুদ্ধে কঠোর অবস্হানে থেকে কাজ করছেন। ওই ধারাবাহিকতায় সোমবার (২৮ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই রবিউল ইসলামের নেতৃত্বে এবং এসআই মো.হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স’র সহয়তায় পাবলা কবির বটতলা উত্তমের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করাকালীন সময়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারীকে আটক করে অভিযানিক টিম। সংশিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ী পাবলা কবির বটতলা উত্তমের মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার দেভাটা থানার পারুলিয়া গ্রামের পলাশ সরদারের স্ত্রী আরিফা খাতুন (২২)’র নিকট থাকা ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার এসআই মো.হাবিবুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে আসামিকে আদালতকে প্রেরণ করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী জানান, সোমবার (২৮ অক্টোবর) ১৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারীকে পাবলা কবির বটতলা উত্তমের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।