স্থানীয় সংবাদ

কেসিসির ফুটপাত দখল বিরোধী অভিযান

৩৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীতে ভেজাল বিরোধী ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এ সময় ১১ জন দখলদারকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কেসিসির ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস বলেন, তারা নগরীর ময়লাপোতা, শেরে বাংলা, সাত রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। জরিমানা যাদের করা হয় তারা হলেন, সাত রাস্তার মোড়ে নিউ বেলাল ভাইয়ের হোটেল কর্তৃক ফুটপাত দখল, হোটেল অপরিস্কার,হাতের নখ বড় থাকায় মালিক জাহাঙ্গীর হাওলাদারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সাত রাস্তার মোড়ে শামীম টি স্টল ফুটপাত দখলের দায়ে মালিক আনোয়ারকে দু’ হাজার টাকা জরিমানা করা হয়। ময়লাপোতা মোড়ে বনানী ফার্নিচার কর্তৃক ফুটপাত দখলের দায়ে মালিক বিমলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ময়লা পোতা মোড়ে মুন্না মিট সপ কর্তৃক ফুটপাত দখলের দায়ে মালিক মুন্নাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আকবর মিট সপ কর্তৃক ফুটপাত দখলের দায়ে মালিক শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভাই ভাই মিট সপ কর্তৃক ফুটপাত দখল করে মাংস বিক্রির দায়ে মালিক মো: রাজুকে ২৫শত টাকা জরিমানা করা হয়। মিঠু মিট সপ কর্তৃক ফুটপাত দখলের দায়ে মালিক মো:মিঠু কোরায়েশীকে ২৫শত টাকা জরিমানা করা হয়। শের এ বাংলা রোড় বন্ধু মটরস কর্তৃক ফুটপাত দখলের দায়ে মালিক রবিউল ইসলাম মিলনকে দু’ হাজার টাকা জরিমানা করা হয়। মান্নান স্টোর কর্তৃক ফুটপাত দখলের দায়ে মালিক মো: মনির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। শের এ বাংলা আমতলা মোড়ে আব্দুল্লাহ মুটরস ও মা মটরসকে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে অংশ নেয়া কেসিসির এষ্টেট অফিসার গাজী সালাহ উদ্দীন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত দখলদারদের কোনভাবেই কেসিসি ছাড় দিবে না। ১-৩১টি ওয়ার্ডের প্রতিটি সড়কেই কেসিসি উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। এ অভিযান খুবই সফল হয়েছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button