শুক্রবার থেকে শুরু হচ্ছে শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল
# চলবে ৩ দিন #
স্টাফ রিপোর্টার ঃ আগামী ৮নভেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে খুলনার ঐতিহ্যবাহী শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল । ইতিমধ্যে মাহফিলকে কেন্দ্র করে আয়োজক কমিটির ব্যাপক প্রস্তুতি চলছে। গেট, প্যান্ডেল ও স্টেজ এর কাজ প্রায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্থানীয়রা বলছেন খুলনার সর্ববৃহৎ মাহফিল হবে এটি। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর শুক্র, শনি ও রবিবার ৩ দিনব্যাপী ঐতিহাসিক এই মাহফিলের আয়োজন করেছে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসা কমিটি। তিনদিনের প্রথম দিনে ৮ নভেম্বর শুক্রবার প্রধান অতিথি হযরত মাওলানা ডঃ আবুল কালাম আজাদ বাসার। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবীর হুসাইনি। মাহফিলের দ্বিতীয় দিন ৯ নভেম্বর শনিবার প্রধান মেহমান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলেমেদ্বীন শিক্ষাবিদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ,ফ,ম খালিদ হোসেন। প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা তারেক মনোয়ার। বিশেষ অতিথি হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক। বিশেষ অতিথি হযরত মাওলানা মনিরুজ্জামান। মাহফিলের তৃতীয় দিন ১০ নভেম্বর রবিবার প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া। বিশেষ অতিথি হযরত মাওলানা আবুল বাশার জিহাদী। তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার সভাপতি, সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।