খুলনায় ইউপি চেয়ারম্যানসহ দু’ আ’লীগ নেতা গ্রেফতার : অস্ত্র ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনার তেরখাদা উপজেলাধীন সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ(৫০) ও ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বিএম সামির উদ্দিনকে(৫২) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আটক করা হয়। পরে তাদের বাড়িসহ আশপাশ এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে তারা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তেরখাদা উপজেলাধীন সাচিয়াদহ বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ একাধিক মামলার আসামী ও সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে গ্রেফতার করা হয়। একই সময় সাচিয়াদহ ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক ও বাচ্চু বিশ্বাসের সেজ ভাই বিএম সামির উদ্দিন বিশ্বাসকে গ্রেফতার করে। এ সময় তার বাসায় তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা, একটি তালা কাটা মেশিন, একটি মোটরসাইকেল, দু’টি মোবাইল সেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সাথে জড়িত এবং তার নামে তেরখাদা থানায় দু’টি অস্ত্র ও মাদক মামলা রয়েছে। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। বর্ণিত মাদক ব্যবসায়ী বুলবুল আহমেদকে গ্রেফতার করায় স্থানীয় জনগণ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আটককৃত মাদক ব্যবসায়ীর যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, তাদের দু’জনকে গ্রেফতারের পর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ সত্য নয়। তেরখাদা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাচান বলেন, তিনি একেবারে নতুন। গত ৮ নভেম্বর এ থানায় যোগদান করেছেন। এ জন্য গ্রেফতারকৃতদের প্রোফাইল এখন দেখা হয়নি। তবে আসামীদের নামে যৌথ বাহিনী কোন মামলা দায়ের করেনি। সম্প্রতি তেরখাদা থানায় দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, তাদের দু’জনকে বাজার থেকে গ্রেফতার করেছে। পরে উল্লেখিত মালামাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। যেহেতু এসব অবৈধ মালামাল আসামীদের কাছ থেকে উদ্ধার হয়নি সে জন্য এসব মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখানো হয়েছে। তবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা সত্য নয় বলে তিনি জানান।