স্থানীয় সংবাদ

৪শ’ লিটার বিদেশী মদ ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত নগর গড়ার অভিযানে লবণচরা থানা পুলিশ ৮ নভেম্বর দুপুরে নিজখামার রেল ক্রসিং থেকে ৪শ’ লিটার বিদেশী মদ ও প্রাইভেটকারসহ ৩ মাদকসেবীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, নগরীর টুটপাড়া সরকারপাড়ার বাসিন্দা আঃ সাত্তার খানের ছেলে রাজিব হাসান (৩৭), শেখপাড়া বাগানবাড়ীর বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে মোঃ খালিদ হাওলাদার (৩০), লবণচরা টুটপাড়ার আব্দুল মান্নান শিকদারের ছেলে মোঃ শাহ আলম শিকদার ওরফে ইমন (৪৩)। লবণচরা থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা মাতলামি করেছে। গ্রেফতারের সময় পুলিশের সাথে খারাপ আচরণ করেছে। অনেকে তদ্বির করেছে। তারপরও তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এসআ্ই প্রদীপ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করচেন এসআই মাসুম বিল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button