স্থানীয় সংবাদ

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর’র শপথ

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, যেখানে দেশবিরোধী ষড়যন্ত্র হবে সেখানে ছাত্রজনতা মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। স্বৈরাচারি আমলে যারা খুন, সন্ত্রাসী করেছে, যারা অন্যায় করে মানুষকে জেলখানায় ডুকিয়েছে। বাংলার মাটিতে খুনী স্বৈরাচারদের রাজনীতি করার অধিকার নেই। তিনি বলেন, ইসলাম ছাড়া সুশাসন সম্ভব নয়। ইসলাম সব ধর্মের জন্য নিরাপদ আশ্রয়স্থল। ইসলামী শাসন ব্যবস্থা মানুষদের নিরাপত্তা দিতে পারে। দুর্নীতির মূলতপাটনে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। দেশের মানুষ তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছে কিন্তু শান্তি পায়নি তাদের শাসনে। দেশের মানুষ ইসলামী শাসন ব্যবস্থার প্রকৃত কার্যকারিতা দেখতে চায়। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরী আল ফারুক সোসাইটি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা এমরান হুসাইনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নব নির্বাচিত খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাউসুল আযম হাদি, শেখ সিরাজুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, স ম এনামুল হক, আব্দুর রব, খান গোলাম রসুল, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ প্রমুখ। নব নির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান অতিথি আরো বলেন, মানের জনশক্তি তৈরী করতে হবে। ঘরে ঘরে জনগণকে সাথে নিয়ে জামায়াতে ইসলামীর সংগঠনকে শক্তিশালী করতে হবে। যোগ্য ও দক্ষ লোকদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম ও অধুনিক জ্ঞান অর্জন করতে হবে। জামায়াতে ইসলামী দায়িত্বশীলদেরকে বহুবিধ প্রতিভার অধিকারী হতে হবে। নবনির্বাচিত খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন সদস্যদের উদ্দেশ্যে বলেন, এটা অনেক বড় দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। গত ২৪ অক্টোবর জামায়াতেন ইসলামীর কেন্দ্রীয় সংগঠন ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমীরদের নাম ঘোষণা করেন। এর আগে আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে এ জেলার রুকনরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button