ডেঙ্গু জ¦রে আক্রান্ত তরিকুল ও রানার সুস্থতা কামনা

# বিএফইউজে ও এমইউজে খুলনার বিবৃতিতে #
খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সদস্য, দৈনিক সময়ের খবর এর সম্পাদক ও এখন টিভি’র খুলনা ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলাম এবং এমইউজে খুলনা সিনিয়র সদস্য ও দৈনিক সময়ের খবর এর বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের আশু সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী। এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মূহাম্মদ নুরুজ্জামান ও সোহরাব হোসেন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। বিবৃতিতে নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিক তরিকুল ইসলাম ও মাসুদুর রহমান রানার আশু সুস্থতা কামনা করেন এবং দেশবাসির কাছে দোয়া কামনা করেন।