সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী

স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীর দৌলতপুর কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউট মিলনায়তনে শুক্রবার (৮নভেম্বর) সকালে ২০১০ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা কৃষিবিদ ও কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউটের ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাফিজুর রহমানে সভাপতিত্বে ও ডিপ্লোমা কৃষিবিদ এড. মাসুম বিল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠান উপস্থিত ছিলেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাঃ সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপসহকারী প্রশিক্ষক মো. হাফিজুর রহমান, সাবেক শিক্ষার্থী মো. ইয়াসিন, আখিঁ, কাকলী, তুলি রাসেল, বেল্লাল, শরীফ, হাসান, রাজু, বাপ্পী, সহ ২০১০ ব্যাচের সাবেক শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামিম)। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোসা. রিনা খাতুন। অনুষ্ঠান শেষে তিনি ডিপ্লোমা কৃষিবিদ খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় বক্তৃতা করেন। এসময় তিনি খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দদের সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি আগামীতে কৃষি উৎপাদন বৃদ্ধিকল্পে কৃষকের সাথে মিলে মিশে কাজ করে ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মানের আহ্বানও জানান।