স্থানীয় সংবাদ

জলাবদ্ধতা নিরসনের দাবী কৃষক সমিতির

খবর বিজ্ঞপ্তি ঃ বিল ডাকাতিয়া, বিল বর্ণিসহ খুলনা অঞ্চলের সকল বিলের জলাবদ্ধতা নিরসনের দাবী জানিয়েছেন বাংলাদেশ কৃষক সমিতি নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সেজন্য অবিলম্বে শোলমারী, শালতা, শিবসা, কপোতাক্ষসহ নদী খনন করতে হবে। ৯ নভেম্বর খুলনা গোলকমণি শিশু পার্কে কৃষক সমাবেশে নেতৃবৃন্দ এই দাবী করেন। বাংলাদেশ কৃষক সমিতি খুলনা জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাড. রুহুল আমিন। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাড. রুহুল আমিন, কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী সোহরাব হোসেন ও এস এ রশীদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, কেন্দ্রীয় সদস্য খান সেকেন্দার আলী, জেলা সভাপতি ও বটিয়াঘাটা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, কৃষক সমিতির সহ-সভাপতি ও দাকোপ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান কিশোর রায় প্রমুখ। সভায় নেতৃবৃন্দ আরও দাবী করেন উপকূল অঞ্চলে পরিবেশ বান্ধব টেকসই বাঁধ নির্মাণ করে ঝড়-জলোচ্ছ্বাস-প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও প্রাণ-প্রকৃতি রক্ষা করতে হবে। নদী ভাঙ্গন রোধ করতে হবে, ভূমি ও ভূমি রেজিস্ট্রেশন অফিস ও পল্লী বিদ্যুৎ অফিসে দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ ফসলের লাভজনক দাম, প্রকৃত কৃষককে কৃষি কার্ড, কৃষি বীমা প্রচলন, ভেজাল বীজ সার বিক্রেতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আহবান জানান। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button