বিডিএমএ-এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

আশাশুনি প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার নবাগত পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক সাইদুর রহমান ও পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক সিসি ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ প্রবীর কুমার মুখার্জিকে সাতক্ষীরা জেলার বি ডি এম এ এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১ টায় সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা বিডিএমএ-এর সভাপতি ডাঃ মোঃ সাহিনুর আলম সাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গাজী বসীর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার এমসিএইচএফপি ডাঃ মোঃ মফিজুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফএম আবু তাহের। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিডিএম-এ এর সাধারণ সম্পাদক ডাঃ মোজাম্মেল হোসেন। ডাঃ তপন কুমার, ডাঃ রতন কুমার, ডাঃ সাহেব আলী, ডাঃ নুরুন্নাহার মনি , ডাম রুবিনা বেগম, ডাঃ লাভলী সমাদ্দার সহ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনষ্ঠান পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের জিল্লুর রহমান।