স্থানীয় সংবাদ
৭ নং ওয়ার্ড বিএনপি’র মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ গতকাল ১০ নভেম্বর রবিবার সকাল ১১ টায় নগরীর খালিশপুর বিআইডিসি রোডস্থ লিবার্টি চত্বরে খুলনা মহানগর বিএনপি’র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭ নং ওয়ার্ড বিএনপি’র নবনির্বাচিত সভাপতি লিটন খান এবং সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের নেতৃত্বে এক সমাবেশ এবং মিছিলের আয়োজন করে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার সরকার জনগণের উপরে চরম নিপীড়ন, অত্যাচার এবং দেশকে দুর্নীতির মহাসমুদ্রে ডুবিয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হয়। শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে তার দোসররা জাতির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। প্রতি তো স্বৈরাচার কোন ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে সেই লক্ষ্যে ছাত্র জনতা সহ গণতন্ত্রকে আমি রাজনৈতিক দলগুলো সক্রিয় রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে উপস্থিত ছিলেন।